Ajker Patrika

সেন্টমার্টিনে প্রায় ৮ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ কথা নিশ্চিত করেছেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ সন্ধ্যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করবে। এ খবরের ভিত্তিতে ওই এলাকায় বিসিজি স্টেশন, টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমা. এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনার জন্য কৌশলে অবস্থান নেওয়া হয়। কিছু সময় পরে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। নৌকাটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে। এ সময় পাচারকারী দল ৪টি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় জব্দকৃত ইয়াবা হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত