Ajker Patrika

চট্টগ্রামে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ পিকআপের চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানাধীন এলাকাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়া উপজেলার শহিদুল আলম (৪৩) ও ভোলা জেলার রসুলপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলী (২৪)। 

এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

মোক্তার হোসেন আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত