Ajker Patrika

সাংবাদিককে অস্ত্র ঠেকিয়ে মারধর, ইটভাটার ম্যানেজার গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় করা মামলায় ইটভাটার ম্যানেজার কাঞ্চন কুমার তুরিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাণীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাঞ্চন কুমার উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মিলকী জানান, ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে জিম্মি ও মারধরের ঘটনায় করা মামলায় কাঞ্চন কুমার তুরিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

গত রোববার উপজেলার ইসলামপুর ইউনিয়নের মগাছড়ি এলাকায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক আবু আজাদ। মঘাছড়ি এলাকায় সড়কের পাশে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার ছবি তুলতে গেলে স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার (মোহন) পাঁচ থেকে ছয়জনকে সঙ্গে নিয়ে সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন। পরে তাঁকে গাড়িতে তুলে মঘাছড়ি বাজারে নিয়ে যান। সেখানে প্রকাশ্যে মাথায় অস্ত্র ঠেকিয়ে আবারও মারধর করা হয়। 

এ সময় তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ ও আইডি কার্ড কেড়ে নেন। মারধরের একপর্যায়ে মোহনের মোবাইল ফোন থেকে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। পরিচয় জানার পর তিনি বলেন, ‘এ রকম সাংবাদিক মেরে ফেললে কিছু হবে না।’ এরপর মোবাইলের গুগল ড্রাইভে ঢুকে সব ছবি-ভিডিও ডিলিট করে দেন এবং মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে পকেটে মারধরকারী স্থানীয় ইউপি সদস্য নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করে দেখাতে বলেন। পরে তিনি মুক্ত হয়ে রাঙামাটিতে গিয়ে চিকিৎসা নেন। 

 এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ নিজে বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনকে। ইটভাটার ম্যানেজার কাঞ্চন কুমার তুরি (৩০), মোহনের সহযোগী মো. কামরানসহ (৩০) অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত