Ajker Patrika

মেয়ের সঙ্গে ঝগড়ার জেরে ৮ বছরের শিশুকে খুন করলেন বাবা: পুলিশ 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ৩৬
মেয়ের সঙ্গে ঝগড়ার জেরে ৮ বছরের শিশুকে খুন করলেন বাবা: পুলিশ 

সমবয়সী দুই শিশুর মাঝে খেলাধুলার সময় ঝগড়া হয়। সেই জের ধরে খুন করা হয়েছে নোয়াখালীর চাটখিল উপজেলার আট বছরের শিশু ফিহা আক্তারকে। ওই ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান সেন্টুকে (৩০) প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ তথ্য দিয়েছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ২৬ নভেম্বর রাত ১১টার দিকে জষড়া গ্রামের মোল্লা বাড়িসংলগ্ন এলাকার একটি পুকুরপাড় থেকে পুলিশ ফিহা আক্তারের লাশ উদ্ধার করে।

গ্রেপ্তার মিজানুর রহমান সেন্টু।নিহত ফিহা আক্তার (৮) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

গ্রেপ্তার মিজানুর রহমান সেন্টু (৩০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।

সেন্টুর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ১৫ দিন আগে গ্রেপ্তার সেন্টুর মেয়ে তানহার সঙ্গে খেলাধুলা করার সময় ঝগড়া হয় ফিহার। এ ঝগড়ার জের ধরে ফিহাকে তার বাড়িতে মারতে যায় সেন্টু। তখন ফিহার মা মেয়েকে নিজে শাসন করার কথা বলে সেন্টুকে বাধা দেন।

এরপর গত রোববার বিকেলের দিকে বাড়ির পাশের খেতে বাবাকে খোঁজ করতে যায় ফিহা। ওই সময় খেতের পাশে বসা ছিলেন সেন্টু। পরবর্তীতে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে ফিহাকে ডেকে নেয় সেন্টু। একপর্যায়ে সে ফিহাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ তার বাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসে।

এ ঘটনায় ফিহার বাবা ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নামীয় আসামি মিজানুর রহমান সেন্টু। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত