Ajker Patrika

মোটরসাইকেলের গতিরোধ করে ৪টি গুলি করা হয় এরশাদুলকে: আদালতে জবানবন্দি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোটরসাইকেলের গতিরোধ করে ৪টি গুলি করা হয় এরশাদুলকে: আদালতে জবানবন্দি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম রাব্বি (৩৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইন তাঁর জবানবন্দি রেকর্ড করেন। 

হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আশরাফুল ইসলাম রাব্বি আদালতকে জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকটি ভাগে অবস্থান করছিলেন তাঁরা। তিনি চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় পর পর চারটি গুলি চালায় মামলার প্রধান আসামি নজরুল। তিনিই হত্যায় ব্যবহৃত পিস্তল সংগ্রহ করেছিলেন। 

এর আগে গত রোববার রাতে জেলার কসবা সীমান্তবর্তী এলাকা থেকে আশরাফুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শহরের কাজিপাড়ার মমিনুল ইসলামের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। 

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, রাব্বির কাছ থেকে আরও তথ্য জানতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তীতে শুনানিতে আদালত রিমান্ডের বিষয়ে জানাবেন। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, রাব্বির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। রাব্বির সঙ্গে নজরুলের পূর্ব পরিচয় ছিল। একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত এক মাস ধরে তিনি নজরুলের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এ সুবাদে তারা এরশাদুলকে হত্যার পরিকল্পনা করেন। 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকসহ (৩৫) দুজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত