Ajker Patrika

বান্দরবানে গোলাগুলিতে নিহতদের মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার  

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে গোলাগুলিতে নিহতদের মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার  

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদীর তীর গোলাগুলিতে নিহত চারজনের মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবে সৎকার সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে বান্দরবান পৌরসভার মাধ্যমে কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তাঁদের সৎকার করা হয়। বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

পৌরসভা সচিব বলেন, সোমবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালের চারজনের ময়নাতদন্ত শেষে পুলিশ পৌর কর্তৃপক্ষের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। পরে আনুষ্ঠানিকতা শেষে পৌরসভার ব্যবস্থাপনায় চারজনের মরদেহ সৎকার করা হয়। 

তিনি বলেন, কোনো মৃতদেহের যদি ওয়ারিশ বা অভিভাবক না পাওয়া যায়, পুলিশ ময়নাতদন্ত শেষে বান্দরবান পৌরসভার মাধ্যমে মৃতদেহের সৎকার/দাফন কাজ সম্পন্ন করে। 

এর আগে গতকাল রোববার দুপুরে উপজেলার (রোয়াংছড়ি) দুর্গম ফালংক্ষ্যং এলাকায় সাঙ্গু নদীর তীরে বাদাম খেত থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন বান্দরবানের রোয়াংছড়ি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁদের কোনো অভিভাবক না থাকায় পৌরসভাকে সৎকার সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়। নিহতরা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে এ চারজনই পাহাড়ের সাম্প্রতিক সময়ে আলোচিত ‘মগ পার্টি’র সশস্ত্র সদস্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত