Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, নিহত ২

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১১: ৫৮
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ১৭ নম্বর ক্যাম্পের ব্লক-সি, সাব ব্লক-এইচ/ ৭৬ এলাকার ইরানী পাহাড়ে এ ঘটনা ঘটে। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি চৌধুরী হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন ওই ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং মোহাম্মদ কাশেমের ছেলে ইয়াছিন (৩০)। 

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চৌধুরী হারুনর রশীদ বলেন, ভোরে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সি ব্লকের বাসিন্দা আয়াত উল্লাহ ও ইয়াছিনকে বাড়ি থেকে বের করে এনে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। গুরুতর আহত আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হারুনর রশীদ আরও বলেন, কারা এবং কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে গতকাল বুধবারও পৃথক ঘটনায় দুজনকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জসিম নামে এক রোহিঙ্গা যুবক। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত