চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আবদুল করিম (৭৫)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামের মৃত আতিক উল্লাহের ছেলে। গতকাল রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান।
বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘জমির সীমানা নির্ধারণ নিয়ে অনেক দিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে আবদুল করিমের পক্ষের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দুদু মিয়া ওরফে ইদু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। গতকাল রোববার বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকেল ৫টার দিকে ফের দুই পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারি শুরু করেন। এতে প্রতিপক্ষের লোকজন আবদুল করিমের মাথার পেছনে ভারী বস্তু দিয়ে আঘাত করেন।
স্থানীয় লোকজন আবদুল করিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। গতকাল রাত সোয়া ১২টার দিকে চমেকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আবদুল করিম (৭৫)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামের মৃত আতিক উল্লাহের ছেলে। গতকাল রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান।
বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘জমির সীমানা নির্ধারণ নিয়ে অনেক দিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে আবদুল করিমের পক্ষের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দুদু মিয়া ওরফে ইদু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। গতকাল রোববার বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকেল ৫টার দিকে ফের দুই পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারি শুরু করেন। এতে প্রতিপক্ষের লোকজন আবদুল করিমের মাথার পেছনে ভারী বস্তু দিয়ে আঘাত করেন।
স্থানীয় লোকজন আবদুল করিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। গতকাল রাত সোয়া ১২টার দিকে চমেকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪