চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আবদুল করিম (৭৫)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামের মৃত আতিক উল্লাহের ছেলে। গতকাল রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান।
বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘জমির সীমানা নির্ধারণ নিয়ে অনেক দিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে আবদুল করিমের পক্ষের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দুদু মিয়া ওরফে ইদু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। গতকাল রোববার বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকেল ৫টার দিকে ফের দুই পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারি শুরু করেন। এতে প্রতিপক্ষের লোকজন আবদুল করিমের মাথার পেছনে ভারী বস্তু দিয়ে আঘাত করেন।
স্থানীয় লোকজন আবদুল করিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। গতকাল রাত সোয়া ১২টার দিকে চমেকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আবদুল করিম (৭৫)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘোরইনারকাটা গ্রামের মৃত আতিক উল্লাহের ছেলে। গতকাল রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান।
বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘জমির সীমানা নির্ধারণ নিয়ে অনেক দিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে আবদুল করিমের পক্ষের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দুদু মিয়া ওরফে ইদু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। গতকাল রোববার বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর বিকেল ৫টার দিকে ফের দুই পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারি শুরু করেন। এতে প্রতিপক্ষের লোকজন আবদুল করিমের মাথার পেছনে ভারী বস্তু দিয়ে আঘাত করেন।
স্থানীয় লোকজন আবদুল করিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। গতকাল রাত সোয়া ১২টার দিকে চমেকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৬ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫