Ajker Patrika

মোবাইলে প্রেম, ছয় মাস পর ধর্ষণের অভিযোগে মামলা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
মোবাইলে প্রেম, ছয় মাস পর ধর্ষণের অভিযোগে মামলা

খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণের অভিযোগে নাইম মজুমদার (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী রামগড় থানায় ধর্ষণ মামলা করেন। 

অভিযুক্ত নাইম মজুমদার পৌরসভার বলিটিলা এলাকার নুরুল আমীন মজুমদারের ছেলে। তিনি স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করেন।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ছয় মাস আগে অভিযুক্তের সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। গত ১০ জানুয়ারি তরুণী বাগানবাজারে চাচার বাসায় বেড়াতে যান। সেখান থেকে নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সন্ধ্যায় নাইম এক পরিচিতের বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন। রাতে অটোরিকশা করে তরুণীকে তাঁর এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন। তাৎক্ষণিক ওই নারী তাঁর পরিবারকে বিষয়টি জানালে পরিবার থেকে নাইমকে বিয়ে করতে বলা হয়। কিন্তু নাইম তাতে রাজি হননি। পরে ওই তরুণী বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। 

ভুক্তভোগীর ভাই বলেন, নাইম তাঁর বোনকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ধর্ষণ করেছে। পরিবারকে জানালে তারা বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করতে চায়।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজির চন্দ্র কর বলেন, ‘ধর্ষণের অভিযোগ এনে এক নারী থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী স্বাস্থ্য পরীক্ষার জন্য নারীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত