কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চ মাসে খুনসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। এ ঘটনায় আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা হয়েছে। সভায় এসব অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১০ মার্চ থেকে আজ ১০ এপ্রিল (সোমবার) পর্যন্ত এক মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২৭ টি, এর মধ্যে ধর্ষণের মামলা ১১ টি। যেখানে গত ফেব্রুয়ারি মাসে মামলা হয়েছিল ১৯ টি। এ দিকে ফেব্রুয়ারিতে চারটি খুন হলেও গত এক মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১০ টি।
সভার তথ্য অনুযায়ী, গত এক মাসে জেলায় তিনটি ডাকাতি, ১০টি খুন, ১২টি চুরি,৫টি অস্ত্র মামলা, ২৪টি চোরাচালান, ২৯০টি মাদকদ্রব্য মামলাসহ ৫২২টি অপরাধ সংগঠিত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছিল ৪৫৮টি অপরাধ।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৮৭টি মামলা দায়ের করা হয়। এ সময় ২২ লাখ ৯১ হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৫৮ টি। মামলা ছিল ২৯৯টি এবং ৪৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে গত এক মাসে জেলা টাস্কফোর্স ১৩টি অভিযানে ছয় মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের ৩ হাজার ৯৫৭ অভিযানে ২৪০ মামলায় ২৮৭ জন গ্রেপ্তার করে। বিজিবির ১ হাজার ৯৫৩ অভিযানে ৫১ মামলা করা হয়। র্যাব-১১ গত এক মাসে ৪৬ অভিযানে ৪৬ মামলায় ৭৪ জনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ডক্টর সফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, দাউদকান্দি পৌর চেয়ারম্যান নাঈম ইউসুফ, জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামসহ অন্যরা। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কাজ করা হবে। রমজান পয়লা বৈশাখ ও ঈদকে সামনে রেখে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। কোনো কুচক্রী মহল যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কুৎসা বা গুজব রটিয়ে আইনশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে সে জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, নগরীর যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন পদক্ষেপে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশন, সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য কাজ চলছে।
তিনি আরও বলেন, একটি স্বস্তির ঈদ উদ্যাপন করতে দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে সকল দপ্তর এক যোগে কাজ করবে। এ জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কুমিল্লায় ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চ মাসে খুনসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেশি ঘটেছে। এ ঘটনায় আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা হয়েছে। সভায় এসব অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১০ মার্চ থেকে আজ ১০ এপ্রিল (সোমবার) পর্যন্ত এক মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২৭ টি, এর মধ্যে ধর্ষণের মামলা ১১ টি। যেখানে গত ফেব্রুয়ারি মাসে মামলা হয়েছিল ১৯ টি। এ দিকে ফেব্রুয়ারিতে চারটি খুন হলেও গত এক মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১০ টি।
সভার তথ্য অনুযায়ী, গত এক মাসে জেলায় তিনটি ডাকাতি, ১০টি খুন, ১২টি চুরি,৫টি অস্ত্র মামলা, ২৪টি চোরাচালান, ২৯০টি মাদকদ্রব্য মামলাসহ ৫২২টি অপরাধ সংগঠিত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছিল ৪৫৮টি অপরাধ।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৮৭টি মামলা দায়ের করা হয়। এ সময় ২২ লাখ ৯১ হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৫৮ টি। মামলা ছিল ২৯৯টি এবং ৪৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে গত এক মাসে জেলা টাস্কফোর্স ১৩টি অভিযানে ছয় মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের ৩ হাজার ৯৫৭ অভিযানে ২৪০ মামলায় ২৮৭ জন গ্রেপ্তার করে। বিজিবির ১ হাজার ৯৫৩ অভিযানে ৫১ মামলা করা হয়। র্যাব-১১ গত এক মাসে ৪৬ অভিযানে ৪৬ মামলায় ৭৪ জনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ডক্টর সফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, দাউদকান্দি পৌর চেয়ারম্যান নাঈম ইউসুফ, জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামসহ অন্যরা। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কাজ করা হবে। রমজান পয়লা বৈশাখ ও ঈদকে সামনে রেখে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। কোনো কুচক্রী মহল যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কুৎসা বা গুজব রটিয়ে আইনশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে সে জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, নগরীর যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন পদক্ষেপে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশন, সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য কাজ চলছে।
তিনি আরও বলেন, একটি স্বস্তির ঈদ উদ্যাপন করতে দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে সকল দপ্তর এক যোগে কাজ করবে। এ জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪