Ajker Patrika

চট্টগ্রামে প্রায় ১৯ হাজার ইয়াবা নিয়ে ২ রোহিঙ্গাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ জুন ২০২১, ০৪: ০৬
চট্টগ্রামে প্রায় ১৯ হাজার ইয়াবা নিয়ে ২ রোহিঙ্গাসহ আটক ৩

চট্টগ্রাম: চট্টগ্রামে শুলকবহর এলাকায় ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭। আটক তিনজনের মধ্যে দুজন রোহিঙ্গা। আটককৃতদের কাছ থেকে ৬টি ভুয়া জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাহাবুবুর রহমান (৩৪), নুর (২৯) ও মাহামুদুল্লাহ (৩৪)। এদের মধ্যে নুর ও মাহামুদুল্লাহ রোহিঙ্গা নাগরিক।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আটক ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা কিনে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫৭ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত