Ajker Patrika

হত্যা মামলায় সন্দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
হত্যা মামলায় সন্দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন

ছয় বছর আগে যুবলীগ নেতা মনিরুল আলমকে গুলি করে হত্যার ঘটনায় সন্দ্বীপের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোজাম্মেল হক এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন-সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান, জামাল, আবদুর রহমান, আহসান উল্লাহ, আবদুর রহমান, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, আশরাফ, ফারুক ও ফুল মিয়া। 

আসামিদের মধ্যে আবদুর রহমান ও আশরাফ ছাড়া বাকি সবাই কারাগারে রয়েছেন বলে এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানিয়েছেন। 

মো. আইয়ুব খান বলেন, এই ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা না দিলে আরও এক বছর জেলে থাকতে হবে তাদের। 

মামলার নথি থেকে জানা যায়, স্থানীয় বিরোধের জের ধরে ২০১৫ সালের ৩১ জুলাই সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের জেলে পাড়ার সামনে মনিরুল আলম নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমানের নেতৃত্বে মনিরুলকে হত্যা করা হয় বলে পরে মামলার এজাহারে অভিযোগ করা হয়। 

এ মামলায় মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষে আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত