Ajker Patrika

পাঁচ দিনের রিমান্ডে বাবুল আক্তার

আপডেট : ১২ মে ২০২১, ১৫: ৫৪
পাঁচ দিনের রিমান্ডে বাবুল আক্তার

চট্টগ্রাম: মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবা মোশাররফ হোসেনের করা মামলায় প্রধান আসামী সাবেক এসপি বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা তিনটার দিকে সিনিয়র মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই রিমান্ড দেন।

এই মামলায় পিবিআইয়ের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। অন্যদিকে জামিন চেয়ে আদালতে আবেদন করেন আসামীপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে পাঁচদিনের রিমান্ড দেন।

এদিকে বাদীপক্ষের আইনজীবী মামলার অপর দুই আসামী মোতালেব ও ওয়াসিমকেও নতুন শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। তবে ওই দুই আসামী আদালতে উপস্থিত না থাকায় এ আবেদনে সাড়া দেননি বিচারক। পরবর্তীতে শুনাানীতে তাদের আদালতে আনা হলে শ্যেন অ্যারেস্ট দেখানো যেতে পারে বলে জানায় আদালত।

আদালত সূত্র জানায়, শুনানির সময় বাবুল আক্তার পিছনের সারিতে বসে থাকায় বিচারক তাতে আপত্তি জানান। পরে তাকে সাধারণ আসামীদের মতই দাঁঁড় করিয়ে শুনানিতে অংশ নেয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে বাবুল আক্তারকে বিশেষ পুলিশি পাহারায় আদালতে নিয়ে আসা হয়। এসময় পুলিশ, সাংবাদিক ও উৎসুক জনতার ভীড়ে সরগরম হয়ে উঠে নতুন আদালত ভবনের প্রাঙ্গন। বুধবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মোশাররফ হোসেন।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

মিতু হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত