Ajker Patrika

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১২: ৩০
টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা বড়িসহ মো. ইউনুছ (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদের পশ্চিম পাশে এলজিইডি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি উখিয়া উপজেলার মনখালী ইনানী এলাকার রশিদ আহমদের ছেলে।

টেকনাফ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুই পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় ওই ব্যক্তিকে ৬০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে ভিভো কোম্পানির একটি মুঠোফোনও জব্দ করা হয়।

ওসি আরও জানান, তাঁর বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত