Ajker Patrika

এক রাতেই নিঃস্ব হয়ে গেলেন কৃষক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
এক রাতেই নিঃস্ব হয়ে গেলেন কৃষক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ খন্ডালিয়া পাড়ার কৃষক উকিল আহমেদ প্রকাশ তুফান। তিনি ৫ লাখ টাকা বিনিয়োগ করে ২ বিঘা জমিতে গ্রীষ্মকালীন সবজি বেগুন, করলা আর লাউ চাষ করেন। খেতের ফলনও হয়েছিল ভালো। 

কৃষক তুফান গত এক মাসে বাজারে প্রায় ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করে খুশি ছিলেন। এতে স্বপ্ন দেখেন, এবার খেতের ফসল বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে সংসারে সচ্ছলতা ফেরাবেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর বাস্তবায়ন করতে দিল না দুর্বৃত্তরা। 

গতকাল রবিবার দিবাগত রাতে কৃষক তুফানের দুই বিঘা খেতের বেগুন, করলা, লাউ গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এমনকি কলা গাছের পাকা কলাও কেটে নিয়ে যায়। এতে যেমন কৃষক তুফানের ক্ষতি হয়েছে, তেমনি আতঙ্কে রয়েছেন এলাকার অন্যান্য কৃষকরাও। 

এ বিষয়ে কৃষক উকিল আহমেদ বলেন, ‘সকালে বেগুন খেতে গিয়ে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। ঋণের টাকায় পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যত্ন সহকারে বেগুনসহ অন্যান্য সবজি চাষ করেছিলাম। কিন্তু কে বা কারা আমাকে নিঃস্ব করে দিল। আমি কারও কোনো ক্ষতি করিনি, কিন্তু কে আমার এত বড় ক্ষতিটা করে গেল। আমি থানায় অভিযোগ দায়ের করব। আমি এর বিচার চাই।’ 

স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, উকিল আহমেদ এই এলাকার একজন দরিদ্র কৃষক। তিনি আমার কাছে তাঁর ফসলি খেত কেটে ফেলার ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছেন। কে বা কারা কেটেছে তার সঠিক হদিস দিতে না পারায় ব্যবস্থা নিতে কষ্ট হচ্ছে। তবে যে বা যারা এমন নিন্দনীয় কাজ করেছেন তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। 

রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস বলেন, ‘বেগুন খেত ও অন্যান্য ফসলের গাছ কেটে ফেলার কোনো অভিযোগ পাইনি। এমন ঘটনায় ভুক্তভোগী কৃষক মামলা করতে পারেন। তিনি সহায়তার আবেদন করলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত