মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে ছিনতাইকারীর খপ্পরে পড়েছে আট পর্যটক। আজ সোমবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন (২৫) নামে এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়।
ছিনতাইকারীদের ধরতে গিয়ে জাকির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁর হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
জানা গেছে, বেলা ১১টার দিকে ফেনীর সিলোনিয়া মাদ্রাসার আট শিক্ষার্থী খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। ঝরনার সাতটি ধাপের মধ্যে পঞ্চম ধাপ অতিক্রম করে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় কয়েকজন যুবক আরও ওপরে যাবে কি না, তাদের জিজ্ঞেস করে। জবাব দেওয়ার আগেই তিন যুবক ছুরি বের করে ভয় দেখিয়ে ইয়াছিন (১৭), রিয়ানুল ইসলাম (১৮), মো. রমজান আলীর (১৭) মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর পর্যটকেরা নিচে নেমে ঘটনাটি জানালে এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে মিরসরাই থানা-পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
ভুক্তভোগী পর্যটক জিয়ারুল ইসলাম মাহফুজ বলে, ‘আমরা আটজন বন্ধু মিলে ফেনী থেকে দুপুরে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসি। ঝরনার পাঁচটি স্তর অতিক্রম করে সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় হঠাৎ তিন যুবক এসে ছুরি বের করে ভয় দেখিয়ে আমাদের তিনজনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। গহিন পাহাড় হওয়ায় আমরা ভয়ে নিচে চলে আসি। এরপর টিকিট কাউন্টারে ছিনতাইয়ের বিষয়টি জানালে স্থানীয় লোকজন গিয়ে আনোয়ার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছিনতাই হওয়া আমাদের তিনটিসহ পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন শাহ বলেন, ‘খৈয়াছড়া ঝরনায় পর্যটকদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ে জড়িত আনোয়ার হোসেন নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’
মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে ছিনতাইকারীর খপ্পরে পড়েছে আট পর্যটক। আজ সোমবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন (২৫) নামে এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়।
ছিনতাইকারীদের ধরতে গিয়ে জাকির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁর হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
জানা গেছে, বেলা ১১টার দিকে ফেনীর সিলোনিয়া মাদ্রাসার আট শিক্ষার্থী খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। ঝরনার সাতটি ধাপের মধ্যে পঞ্চম ধাপ অতিক্রম করে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় কয়েকজন যুবক আরও ওপরে যাবে কি না, তাদের জিজ্ঞেস করে। জবাব দেওয়ার আগেই তিন যুবক ছুরি বের করে ভয় দেখিয়ে ইয়াছিন (১৭), রিয়ানুল ইসলাম (১৮), মো. রমজান আলীর (১৭) মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর পর্যটকেরা নিচে নেমে ঘটনাটি জানালে এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে মিরসরাই থানা-পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
ভুক্তভোগী পর্যটক জিয়ারুল ইসলাম মাহফুজ বলে, ‘আমরা আটজন বন্ধু মিলে ফেনী থেকে দুপুরে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসি। ঝরনার পাঁচটি স্তর অতিক্রম করে সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় হঠাৎ তিন যুবক এসে ছুরি বের করে ভয় দেখিয়ে আমাদের তিনজনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। গহিন পাহাড় হওয়ায় আমরা ভয়ে নিচে চলে আসি। এরপর টিকিট কাউন্টারে ছিনতাইয়ের বিষয়টি জানালে স্থানীয় লোকজন গিয়ে আনোয়ার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছিনতাই হওয়া আমাদের তিনটিসহ পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন শাহ বলেন, ‘খৈয়াছড়া ঝরনায় পর্যটকদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ে জড়িত আনোয়ার হোসেন নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে