প্রতিনিধি, দেবীদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরীকে ও তাঁর মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটা করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর বাবা।
মামলার আসামিরা হলেন, কুরছাপ গ্রামের মো. নুরুল ইসলাম ও তাঁর দুই ছেলে মো. কাউছার আহম্মেদ এবং মো. হাসান, দুই পুত্রবধূ আনিকা ও নারগিছ আক্তার।
ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা গেছে, ধর্ষণচেষ্টার মামলার আসামি মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদসহ অন্য আসামিরা প্রথমে ভুক্তভোগী ওই কিশোরীর মাকে প্রকাশ্যে লাঠিপেটা করেন। এ সময় কাউছারকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ওই কিশোরীর মা অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকে। এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট বিকেলে ওই কিশোরী ও তাঁর বাবা জামাল হোসেনকে প্রকাশ্যে মারধর করে কাউছার ও তাঁর পরিবার।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২৪ মে বিকেল ৩টায় ওই কিশোরীকে একটি খালি ঘরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় হাসান নামে এক যুবক। হাসান ওই কিশোরীর আপন চাচাতো ভাই। এ ঘটনা হাসানের চাচি দেখে ফেলেন এবং স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন ওই কিশোরীকে ঘর থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই কিশোরী বাবা কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত হাসানকে আসামি করে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। এতে হাসানের পরিবার ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় মামলা তুলে নিতে ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগসহ বিভিন্ন হুমকি ধামকি দেয়। এতেও কাজ না হওয়ায় প্রথমে ওই কিশোরীর বাবা পরে ওই কিশোরীকে প্রকাশ্যে লাঠিপেটা করেন। পরে গত ২০ আগস্ট দুপুরে হাসানের বড় ভাই কাউছার ওই কিশোরীর মাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে লাঠিপেটা করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। যার একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বলেন, হাসান আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। আমি কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করি। মামলার পর থেকে মামলা তুলে নিতে কিছু প্রভাবশালীর সহযোগিতায় তাঁরা আমাকে হুমকি-ধমকি দিতে থাকেন। মামলা তুলে না নেওয়ায় ২০ আগস্ট দুপুরে আমার স্ত্রীকে প্রকাশ্যে লাঠিপেটা করে। এর আগে আমার মেয়ে ও আমাকেও এভাবে রাস্তায় প্রকাশ্যে লাঠিপেটা করেছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। দোষীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।
কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরীকে ও তাঁর মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটা করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর বাবা।
মামলার আসামিরা হলেন, কুরছাপ গ্রামের মো. নুরুল ইসলাম ও তাঁর দুই ছেলে মো. কাউছার আহম্মেদ এবং মো. হাসান, দুই পুত্রবধূ আনিকা ও নারগিছ আক্তার।
ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা গেছে, ধর্ষণচেষ্টার মামলার আসামি মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদসহ অন্য আসামিরা প্রথমে ভুক্তভোগী ওই কিশোরীর মাকে প্রকাশ্যে লাঠিপেটা করেন। এ সময় কাউছারকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ওই কিশোরীর মা অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকে। এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট বিকেলে ওই কিশোরী ও তাঁর বাবা জামাল হোসেনকে প্রকাশ্যে মারধর করে কাউছার ও তাঁর পরিবার।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২৪ মে বিকেল ৩টায় ওই কিশোরীকে একটি খালি ঘরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় হাসান নামে এক যুবক। হাসান ওই কিশোরীর আপন চাচাতো ভাই। এ ঘটনা হাসানের চাচি দেখে ফেলেন এবং স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন ওই কিশোরীকে ঘর থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই কিশোরী বাবা কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত হাসানকে আসামি করে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। এতে হাসানের পরিবার ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় মামলা তুলে নিতে ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগসহ বিভিন্ন হুমকি ধামকি দেয়। এতেও কাজ না হওয়ায় প্রথমে ওই কিশোরীর বাবা পরে ওই কিশোরীকে প্রকাশ্যে লাঠিপেটা করেন। পরে গত ২০ আগস্ট দুপুরে হাসানের বড় ভাই কাউছার ওই কিশোরীর মাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে লাঠিপেটা করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। যার একটি ভিডিও বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বলেন, হাসান আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। আমি কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করি। মামলার পর থেকে মামলা তুলে নিতে কিছু প্রভাবশালীর সহযোগিতায় তাঁরা আমাকে হুমকি-ধমকি দিতে থাকেন। মামলা তুলে না নেওয়ায় ২০ আগস্ট দুপুরে আমার স্ত্রীকে প্রকাশ্যে লাঠিপেটা করে। এর আগে আমার মেয়ে ও আমাকেও এভাবে রাস্তায় প্রকাশ্যে লাঠিপেটা করেছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। দোষীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে