Ajker Patrika

উখিয়ায় প্রায় ২ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৫
উখিয়ায় প্রায় ২ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ সাদেক হোসেন (২৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত সাদেক হোসেন উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা শিবিরের মীর আহমদের ছেলে। 

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নেতৃত্বে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের সাদেকের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত সাদেক দীর্ঘদিন ধরে মাদক পাচার করছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত