Ajker Patrika

আখাউড়ায় গরুর মাংসে ‘মাছির লার্ভা’, বিক্রেতাকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ০১: ০৪
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গরুর মাংসে মাছির লার্ভা থাকার কারণে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরের দিকে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের মাংস বিক্রেতা মাইনুদ্দিনের দোকানে এ অভিযান পরিচালনা করেন আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করছিলেন ওই দোকানদার। শুধু অস্বাস্থ্যকর পরিবেশেই নয়, মনগড়া দামে দেদারসে পচা মাংসও বিক্রি করছিলেন। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাংস বিক্রেতা মাইনুদ্দিনকে পচা মাংস ও মাংসে ‘মাছির লার্ভা’ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হোটেলে স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণেও জরিমানা আদায় করা হয়। মহেশপুর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ২ হাজার ও ঢাকা হোটেল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আখাউড়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাংস বিক্রেতাদের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মাংস বিক্রেতা মাইনুদ্দিনের দোকানে পচা মাংস ও মাংসের মধ্যে বড় বড় মাছির ডিম দেখা যায়। মূলত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রি এবং টাকার বিনিময়ে প্রতিশ্রুত পণ্য না দেওয়ার কারণে ভোক্তা অধিকার আইনের অধীনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত