Ajker Patrika

সার কালোবাজারির অভিযোগে কবিরহাটে ডিলারসহ আটক ২ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১০: ৫২
সার কালোবাজারির অভিযোগে কবিরহাটে ডিলারসহ আটক ২ 

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে রাতে সরকারি বিএডিসির ইউরিয়া সার কালোবাজারে বিক্রির সময় ডিলারসহ দুজনকে আটক করছে পুলিশ। এ সময় একটি পিকআপ থেকে ২ হাজার ২৫০ কেজি সার জব্দ করা হয়, যার মধ্যে ৪০ বস্তা ইউরিয়া ও ৪ বস্তা জিপসাম সার রয়েছে। 

শনিবার দিবাগত রাত ৯টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের মাওলানা বাজার থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে ও সারের ডিলার দেলোয়ার হোসেন মিলন (৪৫) এবং নরোত্তমপুর গ্রামের পিকআপচালক গিয়াস উদ্দিন (১৯)।   

জব্দ করা হয়েছে ২ হাজার ২৫০ কেজি সার। জানা গেছে, নরোত্তমপুর ইউনিয়নের ডিলার মিলন বরাদ্দ অনুসারে সার উত্তোলন করে বাইরে বিক্রি করে দেন। তাঁর নামে বরাদ্দ দেওয়া সার থেকে ২ হাজার ২৫০ কেজি সার অবৈধভাবে বিক্রির জন্য শনিবার রাতে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের গুদাম থেকে পাচার করে বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের পাক মুন্সিরহাট বাজারে নেওয়ার পথে মাওলানা বাজারে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ডিলার ও গাড়িচালককে আটক করে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিকআপভর্তি সারসহ দুজনকে আটক করা হয়েছে। পরে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত