Ajker Patrika

ফেনীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

ফেনী প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১: ১৫
ফেনীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

ফেনী শহরের পাঠানবাড়ী এলাকার এক মাদ্রাসা ছাত্রকে (১০) ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে ফেনী মডেল থানার পুলিশ মাদ্রাসা থেকেই শিক্ষক শাহ আলমকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, গত রোববার গভীর রাতে শিক্ষক শাহ আলম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসার গোপন কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে মঙ্গলবার বিকেলে স্থানীয়রা জানতে পারে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাই এমন খবর মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা মাদ্রাসায় ছুটে গেলে জানতে পারে শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। এ সময় তারা ৯৯৯-এ পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষক শাহ আলম ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকার পীর আহম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত