মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ডাকাত সন্দেহে তিন র্যাব সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বারইয়ারহাট পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় উৎসুক জনতা ডাকাত সন্দেহে র্যাবের অভিযানে থাকা প্রাইভেট কার ভাঙচুর করে এবং তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত র্যাব সদস্যরা হলেন—মো. শামীম কাউসার (২৯), মোখলেস (৩৩), পারভেজ (২৮)। তাঁদের মাথা ও শরীরে প্রচুর জখম হয়েছে। আহত র্যাব সদস্যদের বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত মো. শামীম কাউসার ও মোখলেসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি ট্রাকের পেছনে থাকা র্যাব সদস্যদের বহনকারী প্রাইভেট কার দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকটি বারইয়ারহাট পৌর বাজারের ফুট ওভারব্রিজ বরাবর এসে থামানোর পর চালক ডাকাত ডাকাত বলে চিৎকার করে। পরবর্তীতে স্থানীয়রা প্রাইভেট কারে সাদাপোশাকে থাকা র্যাব সদস্যদের গণধোলাই দেয়।
এ সময় র্যাব সদস্যদের উদ্ধার করতে ফেনী ক্যাম্প থেকে র্যাবের আরও কিছু সদস্য ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জোরারগঞ্জ থানা-পুলিশ ও র্যাব সদস্যরা আহত র্যাব সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজারে র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন ছিল।
বারইয়ারহাট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফ বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আহত অবস্থায় শামীম কাউসারকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথার পেছনে মারাত্মক জখম ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন ছিল।
বারইয়ারহাট মেডিকেল সেন্টার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্তনু রাজ চৌধুরী বলেন, সন্ধ্যায় মোখলেস ও পারভেজ নামে দুই র্যাব সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মোখলেস অজ্ঞান অবস্থায় ছিলেন। দুজনের মধ্যে মোখলেসের মাথায় গুরুতর জখম ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান পরিচালনা করার সময় সিভিল ড্রেসে (সাদা পোশাকে) থাকা র্যাব সদস্যদের ওপর ডাকাত সন্দেহে হামলার ঘটনা ঘটে। বিষয়টি শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র্যাব সদস্যদের হাসপাতালে ভর্তি করায়। পরে র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১ জন সেনাবাহিনীর সদস্য, ১ জন আনসার সদস্য বলে জানা গেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, বারইয়ারহাটে অভিযান পরিচালনার সময় কিছু দুর্বৃত্ত র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে র্যাবের ৩ সদস্য গুরুতর আহত হয়। আহতদের ফেনী নেওয়া হয়েছে। রাত ৯টার দিকে আহত মো. শামীম কাউসার (২৯) ও মোখলেস (৩৩) ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পারভেজ নামের বাকি আহত একজন ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ডাকাত সন্দেহে তিন র্যাব সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বারইয়ারহাট পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় উৎসুক জনতা ডাকাত সন্দেহে র্যাবের অভিযানে থাকা প্রাইভেট কার ভাঙচুর করে এবং তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত র্যাব সদস্যরা হলেন—মো. শামীম কাউসার (২৯), মোখলেস (৩৩), পারভেজ (২৮)। তাঁদের মাথা ও শরীরে প্রচুর জখম হয়েছে। আহত র্যাব সদস্যদের বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত মো. শামীম কাউসার ও মোখলেসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি ট্রাকের পেছনে থাকা র্যাব সদস্যদের বহনকারী প্রাইভেট কার দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকটি বারইয়ারহাট পৌর বাজারের ফুট ওভারব্রিজ বরাবর এসে থামানোর পর চালক ডাকাত ডাকাত বলে চিৎকার করে। পরবর্তীতে স্থানীয়রা প্রাইভেট কারে সাদাপোশাকে থাকা র্যাব সদস্যদের গণধোলাই দেয়।
এ সময় র্যাব সদস্যদের উদ্ধার করতে ফেনী ক্যাম্প থেকে র্যাবের আরও কিছু সদস্য ঘটনাস্থলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জোরারগঞ্জ থানা-পুলিশ ও র্যাব সদস্যরা আহত র্যাব সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজারে র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন ছিল।
বারইয়ারহাট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফ বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আহত অবস্থায় শামীম কাউসারকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথার পেছনে মারাত্মক জখম ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন ছিল।
বারইয়ারহাট মেডিকেল সেন্টার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্তনু রাজ চৌধুরী বলেন, সন্ধ্যায় মোখলেস ও পারভেজ নামে দুই র্যাব সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মোখলেস অজ্ঞান অবস্থায় ছিলেন। দুজনের মধ্যে মোখলেসের মাথায় গুরুতর জখম ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান পরিচালনা করার সময় সিভিল ড্রেসে (সাদা পোশাকে) থাকা র্যাব সদস্যদের ওপর ডাকাত সন্দেহে হামলার ঘটনা ঘটে। বিষয়টি শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র্যাব সদস্যদের হাসপাতালে ভর্তি করায়। পরে র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১ জন সেনাবাহিনীর সদস্য, ১ জন আনসার সদস্য বলে জানা গেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, বারইয়ারহাটে অভিযান পরিচালনার সময় কিছু দুর্বৃত্ত র্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে র্যাবের ৩ সদস্য গুরুতর আহত হয়। আহতদের ফেনী নেওয়া হয়েছে। রাত ৯টার দিকে আহত মো. শামীম কাউসার (২৯) ও মোখলেস (৩৩) ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পারভেজ নামের বাকি আহত একজন ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪