Ajker Patrika

বিমান ধরের খুনিদের গ্রেপ্তার করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১২
বিমান ধরের খুনিদের গ্রেপ্তার করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম 

৭২ ঘণ্টার মধ্যে পটিয়ার স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেপ্তার করতে না পারলে আগামী ১১ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রামের সব স্বর্ণের দোকান দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নেতারা। এ ছাড়া ওই দিন বেলা ১১টার সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে সমিতির চট্টগ্রাম জেলা শাখার সদস্য বাবু বিমান ধরকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিমান ধর চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল এলাকার কেবি আমান আলী সড়কের ছান্দা পুকুরপাড় এলাকায় নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশন নামের একটা স্বর্ণের দোকানের মালিক। গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে পটিয়ার গ্রামের বাড়িতে আসার পথে বাড়ির অদূরে আনুমানিক রাত ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন এই বাজুস নেতা। নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ার দুলাল ধরের ছেলে।

এদিকে ঘটনার দুই দিনের মাথায় বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া থানায় বিমান ধরের ছোট ভাই রিমান ধর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

বাজুস চট্টগ্রাম শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা। 

সংবাদ সম্মেলনে পুলিশকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বলা হয়, হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন। নেপথ্য নায়ক, গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আহ্বান জানান বাজুস নেতারা। 

এর আগেও গত ৯ মার্চ নাজিরহাট বাজারের জনতা জুয়েলার্সের মালিক উত্তম ধর কুসুমকে নৃশংসভাবে খুন করা হয়েছে উল্লেখ করে বাজুস নেতারা বলেন, ‘আজও তাঁর পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পায়নি। ক্রমান্বয়ে বিচারহীনতার সংস্কৃতি শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের হত্যাকাণ্ড, দোকান ডাকাতি, ছিনতাইসহ কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা আজ পর্যন্ত পাইনি।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল কান্তি ধর, সহসভাপতি সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, লিটন কুমার ধর, বিপ্লব বসাক, যীশু বণিক, যুগ্ম-সম্পাদক প্রদীপ গুহ, কাজল বণিক, অমিত ধর, খোকন ধর, সুকুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ কুমার ধর, কার্যকরী সদস্য শম্ভু ধর, তপন ধর, রাজীব ধর তমাল প্রমুখ।

এ ব্যাপারে পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে হত্যার ঘটনায় তার ভাই রিমান ধর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত