Ajker Patrika

কসবায় ঝোপ থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কারবারি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ১১: ৩৩
কসবায় ঝোপ থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কারবারি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ঝোপের ভেতর থেকে উদ্ধারকৃত ১০৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে ভোররাতে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তঘেঁষা গৌরাঙ্গলা গ্রামে অভিযান চালিয়ে জনৈক জাকির হোসেনের বাড়ির পাশে ঝোপের ভেতর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরাঙ্গলা গ্রামের মৃত সামছুল হক ভূঁইয়ার ছেলে জাকির হোসেন (৫০) ও মৃত সুন্দর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬)। এদের মধ্যে পালিয়ে যায় সামছুল হকের ছেলে ইকবাল হোসেন ভুট্টো (৪০)। তিনজনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা করেছে পুলিশ। 

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদে মঙ্গলবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গলা গ্রামের মাদক কারবারি জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পাচারের উদ্দেশ্যে বাড়ির পাশে একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখা বস্তাভর্তি অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’ 

ওসি আরও বলেন, ‘আটককৃত দুজনসহ পলাতক একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত