Ajker Patrika

অপহরণের দুই মাসেও উদ্ধার হননি প্রবাসীর স্ত্রী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৫৬
অপহরণের দুই মাসেও উদ্ধার হননি প্রবাসীর স্ত্রী

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা গ্রামের প্রবাসী সহেল রানার স্ত্রী রোজিনা আক্তার (২৫) অপহরণের দুই মাসেও উদ্ধার হননি। এ ব্যাপারে অপহৃতার মা শাহীন চাটখিল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ভুক্তভোগীর পরিবার গত ৯ সেপ্টেম্বর নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৭ নম্বর আমলি) আদালতে মামলার আবেদন করে।
 
মামলা সূত্রে জানা গেছে, রোজিনা আক্তারের সঙ্গে উপজেলার শ্রীনগর গ্রামের ছায়েদুর রহমানের বাড়ির মীর কাশেম কাজলের মেয়ে জান্নাতুল ফাতেমার (৩০) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ফাতেমা দীর্ঘদিন ধরে রোজিনাকে বিভিন্ন অনৈতিক কাজের উৎসাহ ও কুপরামর্শ দেন। বিষয়টি রোজিনা তাঁর পরিবারকে জানালে ফাতেমার সঙ্গে যোগাযোগ করতে মানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফাতেমা ও তাঁর মা মোছনা বেগম (৫০) এবং তৃপ্তি আক্তার (২৬) গত ২ সেপ্টেম্বর রোজিনাকে অপহরণ করেন। রোজিনার পরিবার অপহরণকারীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। 

রোজিনার মা দাবি করে বলেন, `আমার মেয়ে রোজিনাকে অজ্ঞাত কোনো স্থানে আটকে রেখে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত করতে বাধ্য করছেন তাঁরা।' 
 
এ ঘটনায় রোজিনার মা আদালতে মামলা করলে তা আমলে নিয়ে গত ৯ সেপ্টেম্বর চাটখিল থানার পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী দৃশ্যমান ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই কেন অপহৃতাকে উদ্ধার করা হয়নি, সে সম্পর্কে গত মঙ্গলবার চাটখিল থানার ওসিকে কারণ দর্শানোর জন্য আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
চাটখিল থানার ওসি মো. আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, `এ বিষয়ে আমি আদালত থেকে কোনো নির্দেশ এখনো পাইনি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত