Ajker Patrika

সিগারেট এনে না দেওয়ায় নৈশপ্রহরীকে হত্যা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮: ১২
সিগারেট এনে না দেওয়ায় নৈশপ্রহরীকে হত্যা: পুলিশ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিগারেট নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে মোহাম্মদ ইউসুফ (৭৫) নামের এক নৈশপ্রহরীকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত মোস্তফা ওরফে সোহাগ ওরফে সোহেলকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। সিগারেট এনে না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে চট্টগ্রাম নগরের চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. শহীদুল ইসলাম জানান, বাকলিয়ার বউবাজার এলাকায় গত রোববার ভোররাতে দায়িত্ব পালন করছিলেন ইউসুফ। ভোর সাড়ে চারটার দিকে অভিযুক্ত সোহেল নাইটগার্ড ইউসুফের কাছে একটি সিগারেট চান। এ সময় অন্য লোকের কাছ থেকে একটা সিগারেট এনে দেন ইউসুফ। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ইউসুফের কাছে সিগারেট চেয়ে বসেন সোহেল। কিন্তু দ্বিতীয়বার সিগারেট না পেয়ে ইউসুফের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় পাশে থাকা একটি ইট দিয়ে ইউসুফের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন সোহেল। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘অভিযুক্ত সোহেল এবং নিহত ইউসুফ পূর্বপরিচিত ছিলেন। মাঝেমধ্যে তাঁদের কথা হতো। সোমবার ভোরে সিগারেট না পেয়ে ইউসুফকে খুন করেন সোহেল। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় সোহেলকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত