Ajker Patrika

ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২১, ২২: ০৭
ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ উপজেলায় সালমা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের গাজীবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে নিহত সালমার বাবা দেলোয়ার হোসেন আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। মামলায় পুলিশ গৃহবধূর স্বামী তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, প্রায় সাত বছর আগে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার কাজীরচর গ্রামের দেলোয়ার হোসেন ব্যাপারীর মেয়ে সালমার সঙ্গে ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামের গাজি বাড়ির তোফায়েল গাজির ছেলে ইলেকট্রিক মিস্ত্রি তাজুল ইসলামের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। কয়েকমাস আগে সালমার বাবা জামাতাকে জমি কেনার জন্য আড়াই লাখ টাকা দেন। ওই টাকা দিয়ে সালমা ও তাজুল দুজনের নামে জমি কেনার কথা থাকলেও তাজুল নিজের নামে ৮ শতক জমি কেনেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লাগতো। সালমাকে তাজুল প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সালমা।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশটি উদ্ধারের সময় স্বামী তাজুল ইসলামকে আটক করা হয়। সালমার বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। আজ দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর তাজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত