Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৩ জেলে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৮: ৫৬
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৩ জেলে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

বঙ্গোপসাগরে সাইফুল ইসলাম-৩ নামে একটি মাছধরা ট্রলারসহ ২৩ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে বলে জানা গেছে। অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। আজ শনিবার ভোররাত চারটার দিকে এই অপহরণের ঘটনা ঘটেছে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

ট্রলার মালিক ও জেলেদের বাড়ি লক্ষ্মীপুর। অপহৃত জেলেদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের ও বশির। অন্য জেলেদের নাম এখনো জানা যায়নি। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, লক্ষ্মীপুর এলাকার ট্রলার মালিক মাহফুজ মিয়ার মালিকানার এফবি সাইফুল-৩ ট্রলার নিয়ে ২৩ জেলে বঙ্গোপসাগরে মাঝ সমুদ্রে মাছ শিকার করছিল। গত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। আজ বেলা একটার দিকে ট্রলারমালিকের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। 

গোলাম মোস্তফা আরও বলেন, ‘আমরা জেলেদের উদ্ধারের চেষ্টা করছি। কোস্টগার্ডকেও জানানো হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী অপহরণ করেছে এ তথ্য জানা যায়নি।’ 

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার এইচ এম এম হারুন অর রশীদ বলেন, ‘দুপুরের দিকে এ রকমের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তাৎক্ষণিক ফোর্স নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত