Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১৯ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার চান্দলায় মাছের বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মাসুম বিল্লাহ ও ফরিক চাঁন্দ। তাঁদের কাছ থেকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ব্রাহ্মণপাড়ার চান্দলায় মাছের বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। এসব মাছ মজুত ও বিক্রির দায়ে তাঁদের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, আফ্রিকান মাগুর মাছ আমাদের দেশে নিষিদ্ধ। এ প্রজাতির মাছ আমাদের দেশীয় মাছ, পোনা এবং পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে। ফলে এ ধরনের মাছ আমাদের দেশে আমদানি, উৎপাদন ও বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা বলেন, ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ এর সংশোধিত ধারায় আফ্রিকান মাগুর মাছের আমদানি, বিপণন ও উৎপাদন নিষিদ্ধ করা হয়। এ প্রজাতির নিষিদ্ধ মাছ উপজেলার চান্দলা বাজারে বিক্রির অপরাধে ওই দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসব নিষিদ্ধ মাছ আমদানি, উৎপাদন ও বিক্রয় বন্ধ করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত