কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের আদালত এলাকা থেকে নারীকে তুলে নিয়ে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার ভোররাতে জেলার ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঈদগাঁও উপজেলার ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানী ও নুরুল ইসলাম।
জানা যায়, গত ১৪ মার্চ শহরের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আজ ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লে. কর্নেল আরও বলেন, গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার শহরের আদালত এলাকা থেকে নারীকে তুলে নিয়ে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার ভোররাতে জেলার ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঈদগাঁও উপজেলার ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানী ও নুরুল ইসলাম।
জানা যায়, গত ১৪ মার্চ শহরের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আজ ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লে. কর্নেল আরও বলেন, গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪