Ajker Patrika

কবিরহাটে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২২, ১৬: ৪১
কবিরহাটে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে পারিবারিক কলহের জেরে লাইলি আক্তার রুপালি (১৯) নামের এক নববধূকে গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী ইউসুফ নবী রুবেল (২৬)। আজ রোববার সকালে পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যার কাজে ব্যবহৃত ছুরিসহ রুবেলকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন এলাকাবাসী। 

জানা যায়, লাইলি আক্তার রুপালি কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। আটক ইউসুফ নবী রুবেল পূর্ব সোনাদিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় রুবেল-রুপালির। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাধ হয়। এর জের ধরে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুনরায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুপালির হাত-পা ওড়না দিয়ে বেঁধে ফল কাটার ছুরি দিয়ে তাঁকে হত্যা করেন রুবেল। এ সময় পাশের ঘরে থাকা রুবেলের মা রুপালির চাপা শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত মৃতদেহ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করেন। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্বামীকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুপালিকে হত্যার বিষয়টি রুবেল স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একাই করেছেন বলে জানান রুবেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত