Ajker Patrika

বিজয়নগরে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৫: ০০
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আটককৃত পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। 

এর আগে এ ঘটনায় আটক করা হয় বালুবোঝাই ট্রলারের মাঝিসহ পাঁচজনকে। আটককৃতরা হলেন বালুবোঝাই ট্রলারের মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩), একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২), কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় জড়িত পাঁচজনসহ বাল্কহেড (ইঞ্জিনচালিত বালুর নৌকা) জব্দ করা হয়েছে। এ ঘটনায় চম্পকনগরের সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় দুই সহযোগীসহ মাঝি আটক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত