Ajker Patrika

হাতিয়ায় সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে ইব্রাহিম (৫৫) ও ইমাম উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি সাউন্ড গ্রেনেড, একটি ছোরা ও একটি লোহারপাত জব্দ করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চানন্দী ইউনিয়নের আমিন বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত দুজন চানন্দী ইউনিয়নের মিয়াজী গ্রামের মো. হানিফের ছেলে। আজ রোববার সকালে তাঁদেরকে মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ি থেকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে আল-আমিন বাজার এলাকায় জড়ো হয় একদল অস্ত্রধারী। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশের খবর দেয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও ৬ / ৭ জন পালিয়ে যায়। 

আল-আমিন বাজারের চা দোকানদার রাজিব জানান, গ্রেপ্তারকৃত দুজন স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীমের আত্মীয় ও সমর্থক। তাঁদের বাড়ি ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার উত্তরে মিয়াজী গ্রামে। গভীর রাতে তারা ৭-৮টা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করলে মানুষের সন্দেহ হয়। 

মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হেলাল উদ্দিন জানান, স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, আগামী ১৫ জুন হাতিয়ার হারনী ও চানন্দী ইউনিয়নের নির্বাচন। সম্পূর্ণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই দুই ইউনিয়নের ভোটগ্রহণ। এতে দুই ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত