Ajker Patrika

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩৩
লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীতে ইউপি সদস্য ওমর ফারুককে হত্যা মামলায় মো. আমিন (৩৭) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বশির উল্যার ছেলে। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি। 

মৃত ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ মার্চ রাত সোয়া ১০টার দিকে শ্যামগঞ্জের পাটওয়ারী হাটবাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আমির হোসেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নোয়াখালীর হাসপাতালে নিয়ে গেলে ওই দিন রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় ১ এপ্রিল ওমর ফারুকের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় পুলিশ মো. আমিনকে গ্রেপ্তার করেছে। 

পরবর্তী সময়ে ২০১৮ সালের ১১ মে আদালতে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিন। তদন্ত প্রতিবেদনে মামলার তৃতীয় আসামি মো. আমিনকে একক অভিযুক্ত করে এবং বাকি আসামিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় মর্মে উল্লেখ করেন তিনি। 

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা মেম্বার ওমর ফারুককে হত্যা করেছেন। পুলিশ আমিন নামে একজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আদালতের বিচারক পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত