দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দা ও মুক্তিযোদ্ধা ভাস্কর্যের বিচ্ছিন্ন মাথা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভাস্কর্য ভাঙার সময় হাতেনাতে আটক করে তাঁকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক যুবকের নাম শরিয়ত উল্লাহ (২২)। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারা অনুযায়ী একটি মামলা করা হয়েছে। আজ শনিবার সকালে আটক শরিয়ত উল্লাহকে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী মো. ফারুক হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শরিয়ত উল্লাহ নামে ওই যুবককে দা দিয়ে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙতে দেখি। তাৎক্ষণিকভাবে লোকজন জড়ো করে তাকে আটক করি। পরে বিষয়টি মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজাকে জানাই। তিনি দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামকে বিষয়টি জানান। পরে পুলিশ তাকে আটক করে।’ এ বিষয়ে দুমকি থানায় একটি মামলা করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা।
পটুয়াখালীর দুমকি উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দা ও মুক্তিযোদ্ধা ভাস্কর্যের বিচ্ছিন্ন মাথা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভাস্কর্য ভাঙার সময় হাতেনাতে আটক করে তাঁকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক যুবকের নাম শরিয়ত উল্লাহ (২২)। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারা অনুযায়ী একটি মামলা করা হয়েছে। আজ শনিবার সকালে আটক শরিয়ত উল্লাহকে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী মো. ফারুক হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শরিয়ত উল্লাহ নামে ওই যুবককে দা দিয়ে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙতে দেখি। তাৎক্ষণিকভাবে লোকজন জড়ো করে তাকে আটক করি। পরে বিষয়টি মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজাকে জানাই। তিনি দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামকে বিষয়টি জানান। পরে পুলিশ তাকে আটক করে।’ এ বিষয়ে দুমকি থানায় একটি মামলা করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১১ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৪ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫