গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পান চুরির অপবাদে সালিস বসিয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
গত শনিবার পটুয়াখালী গলাচিপা উপজেলার ৬ নম্বর ডাকুয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলো—একই এলাকার মো. রফিকের ছেলে তরিকুল (১৬)। সে সরকারি টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজন মো. রাজ্জাক হাওলাদারের ছেলে রুমান (১৪)। সে গলাচিপা পূর্ব আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি উপজেলার ৬ নম্বর ডাকুয়া ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল মোল্লা (৪৫)। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামাল মোল্লার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, গ্রামে জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও জামাল মোল্লা ও তাঁর সঙ্গের লোকজন এলাকায় প্রভাব খাটিয়ে সালিস করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার ওই এলাকার ননীবালা নামে এক চাষির বরজ থেকে পান চুরির অভিযোগে তরিকুল ও রুমানকে আটক করে ডাকুয়া ইউনিয়নের বাংলাবাজারে সালিস বসানো হয়। এ সময় জামাল মোল্লার নেতৃত্বে আলমাস মোল্লা, জহিরুল মোল্লা, রহমান মোল্লা, কামাল মোল্লা ও সোহেল প্যাদা ওই দুজনকে বেধড়ক মারধর ও নির্যাতন করে। জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় এবং ফোন করে পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হয়। পরে সালিসে স্থানীয় ইউপি সদস্য জাকির খান উপস্থিত হয়ে জামাল মোল্লার পক্ষ নিয়ে ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন এবং সাদা কাগজে মুচলেকা নিয়ে পরিবারের হাতে তুলে দেন।
তবে স্থানীয় পানচাষি ননীবালা আজকের পত্রিকাকে বলেন, তিনি কোনো অভিযোগ করেননি। তাঁর বরজ থেকে কোনো পান চুরি যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী তরিকুল বলে, ‘আমরা পান চুরি করিনি। আমাদের বাবা–মা এমন শিক্ষা দেয়নি। জামাল মোল্লা আর তার সঙ্গীরা আমাদের মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিয়ে মারধর করেছে। স্বীকার করাইছে যে আমরা চুরি করছি। আমার বোনের কাছে ফোন দিয়া ৩০ হাজার টাকা চাইছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
তরিকুলের বাবা মো. রফিক বলেন, ‘আমি কাজে ছিলাম, এমন সময় জামাল ফোন দিয়ে বলে—আপনার ছেলেরে পানসহ ধরছি। আমি অপেক্ষা করতে বললে তারা অপেক্ষা না করেই মারধর করছে। আমার ছেলে চুরি করে নাই। তাকে মিথ্যা অপবাদে মারধর করছে। মারধরে ছেলে অনেক অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করছি।’
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জাকির খান মুচলেকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘সালিসে আমি উপস্থিত ছিলাম না। সালিসের শেষে আমি গিয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি। কোনো সাদা কাগজে মুচলেকা রাখিনি।’
অভিযুক্ত জামাল মোল্লা বলেন, ‘এক চাষির পান চুরির অভিযোগে স্থানীয় অনেক লোকজনের উপস্থিতিতে সালিসে বিচার করা হয়েছে। তাদের মারধর বা নির্যাতন করা হয়নি।’
এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘এই ঘটনায় আজ একটি মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য অভিযান চলমান।’
পটুয়াখালীর গলাচিপায় পান চুরির অপবাদে সালিস বসিয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
গত শনিবার পটুয়াখালী গলাচিপা উপজেলার ৬ নম্বর ডাকুয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলো—একই এলাকার মো. রফিকের ছেলে তরিকুল (১৬)। সে সরকারি টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজন মো. রাজ্জাক হাওলাদারের ছেলে রুমান (১৪)। সে গলাচিপা পূর্ব আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি উপজেলার ৬ নম্বর ডাকুয়া ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল মোল্লা (৪৫)। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামাল মোল্লার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, গ্রামে জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও জামাল মোল্লা ও তাঁর সঙ্গের লোকজন এলাকায় প্রভাব খাটিয়ে সালিস করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার ওই এলাকার ননীবালা নামে এক চাষির বরজ থেকে পান চুরির অভিযোগে তরিকুল ও রুমানকে আটক করে ডাকুয়া ইউনিয়নের বাংলাবাজারে সালিস বসানো হয়। এ সময় জামাল মোল্লার নেতৃত্বে আলমাস মোল্লা, জহিরুল মোল্লা, রহমান মোল্লা, কামাল মোল্লা ও সোহেল প্যাদা ওই দুজনকে বেধড়ক মারধর ও নির্যাতন করে। জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় এবং ফোন করে পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হয়। পরে সালিসে স্থানীয় ইউপি সদস্য জাকির খান উপস্থিত হয়ে জামাল মোল্লার পক্ষ নিয়ে ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন এবং সাদা কাগজে মুচলেকা নিয়ে পরিবারের হাতে তুলে দেন।
তবে স্থানীয় পানচাষি ননীবালা আজকের পত্রিকাকে বলেন, তিনি কোনো অভিযোগ করেননি। তাঁর বরজ থেকে কোনো পান চুরি যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী তরিকুল বলে, ‘আমরা পান চুরি করিনি। আমাদের বাবা–মা এমন শিক্ষা দেয়নি। জামাল মোল্লা আর তার সঙ্গীরা আমাদের মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিয়ে মারধর করেছে। স্বীকার করাইছে যে আমরা চুরি করছি। আমার বোনের কাছে ফোন দিয়া ৩০ হাজার টাকা চাইছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
তরিকুলের বাবা মো. রফিক বলেন, ‘আমি কাজে ছিলাম, এমন সময় জামাল ফোন দিয়ে বলে—আপনার ছেলেরে পানসহ ধরছি। আমি অপেক্ষা করতে বললে তারা অপেক্ষা না করেই মারধর করছে। আমার ছেলে চুরি করে নাই। তাকে মিথ্যা অপবাদে মারধর করছে। মারধরে ছেলে অনেক অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করছি।’
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জাকির খান মুচলেকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘সালিসে আমি উপস্থিত ছিলাম না। সালিসের শেষে আমি গিয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি। কোনো সাদা কাগজে মুচলেকা রাখিনি।’
অভিযুক্ত জামাল মোল্লা বলেন, ‘এক চাষির পান চুরির অভিযোগে স্থানীয় অনেক লোকজনের উপস্থিতিতে সালিসে বিচার করা হয়েছে। তাদের মারধর বা নির্যাতন করা হয়নি।’
এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘এই ঘটনায় আজ একটি মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য অভিযান চলমান।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫