Ajker Patrika

কাউখালীতে বাসচাপায় আহতের ১০ দিন পর নারীর মৃত্যু 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৫
কাউখালীতে বাসচাপায় আহতের ১০ দিন পর নারীর মৃত্যু 

কাউখালীতে যাত্রীবাহী বাসচাপায় আহত ৩ নারীর মধ্যে মিনারা (৪৫) নামে একজন মারা গেছেন। গতকাল সোমবার রাতে মারা যান তিনি। মৃত মিনারা উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী। 

জানা যায়, ১৭ ডিসেম্বর আমরাজুরী ফেরিঘাট থেকে কাউখালী আশ্রম গেটে আসার আগেই বালুর মাঠ নামক স্থানে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোর ওপর পড়ে যায়। এ সময় অটোরিকশাতে থাকা ওই তিন নারী ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় অপরদিক থেকে আসা বাস তাঁদের চাপা দেয়। এতে আহত হন তাঁরা। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মিনারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। 

এ ঘটনায় মিনারা বেগমের মেয়ে হাবিবা বাদী হয়ে থানায় নিয়মিত মামলা রুজু করেন। 
 
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ঘটনার পর বাস, অটোরিকশা ও মাইক্রো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। বাসের ড্রাইভার সুলতান আকনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত