Ajker Patrika

শিশুর সামনে মাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

শরীয়তপুর প্রতিনিধি
শিশুর সামনে মাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

শরীয়তপুরের ভেদরগঞ্জে শিশু সন্তানের সামনে রাজিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাজিয়া ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালারবাজার এলাকার জাকির হোসেন মোল্লার স্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাতে ওই গ্রামের ফারুক বালা, তাঁর ছেলে পিয়াল বালা ও স্ত্রী পারভিন আক্তার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। 

আজ শুক্রবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চরসেনসাস ইউনিয়নের বালার বাজার এলাকার জাকির হোসেনের স্ত্রী রাজিয়া বেগম তার ১১ বছরের সন্তান শান্ত মোল্লাকে নিয়ে গ্রামে থাকেন। স্বামী জাকির হোসেন ঢাকায় টেইলারিং দোকান করেন। একই গ্রামের ফারুক বালার সঙ্গে রাজিয়ার অনৈতিক প্রেমের সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ করতেন ফারুকের স্ত্রী পারভিন আক্তার। এ নিয়ে পারভিন ও রাজিয়ার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজিয়ার বাড়িতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে পারভিনের ছেলে পিয়াল ও স্বামী ফারুক সেখানে উপস্থিত হন। ঝগড়ার একপর্যায়ে তিনজনে মিলে রাজিয়াকে পেটাতে থাকেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত রাজিয়ার শিশু পুত্র শান্ত মোল্লা মাকে বাঁচাতে এলে তাকে দা নিয়ে তারা করে পিয়াল। এ সময় শিশু শান্তর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং হামলাকারীরা পালিয়ে যায়। পরে রাজিয়ার স্বজনেরা তাঁকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ রাজিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহত রাজিয়া বেগমের স্বামী জাকির হোসেন মোল্লা বলেন, ‘ফারুক বালা, তার ছেলে পিয়াল বালা, ফারুকের স্ত্রী পারভিন আক্তারসহ চার পাঁচজনে মিলে আমার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। আমার শিশু সন্তানের সামনেই ওরা পিটিয়ে মেরে ফেলে রেখে গেছে। ছেলেটি সারা জীবন মায়ের হত্যার সাক্ষী হয়ে থাকবে। থানায় অভিযোগ দিয়েছি। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে এ ঘটনার পর থেকে ফারুক বালা ও তাঁর পরিবারের কোনো সদস্যদের গ্রামে দেখা যায়নি। তাদের ব্যবহৃত ফোন নম্বরে কল দিয়ে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, হত্যার ঘটনাটি জানার পর অভিযুক্তদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়েছে। তারা এলাকা থেকে পালিয়েছে। এ ঘটনায় মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত