Ajker Patrika

কেটে নেওয়া হলো মসজিদের ইমামের হাতের কবজি, আটক ১

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
কেটে নেওয়া হলো মসজিদের ইমামের হাতের কবজি, আটক ১

বরিশালের বাবুগঞ্জে মসজিদের ইমামের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বাবলু মাঝি নামের এক ব্যক্তি বিরুদ্ধে। আহত ইমামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবলু মাঝিকে রামদাসহ আটক করেছে বাবুগঞ্জ থানা-পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৮টায় জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। ইয়াকুব আলী উপজেলার পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম। 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের (আগরপুর) পশ্চিম ইসলামপুর গ্রামের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াকুব আলী ব্যাপারীকে মসজিদের সামনে একটি ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলোপাতাড়ি কোপে ওই ইমামের বাম হাতের কবজি এবং ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান ও সংগীত এসআই মো. আওলাদ হোসেন, এএসআই মো. জসিম উদ্দিন সিকদার ও আগরপুর তদন্ত কেন্দ্রের অফিসার-ফোর্সসহ অভিযুক্ত বাবলু মাঝিকে আটক করেন। পরে আটক বাবলু মাঝির তথ্যমতে স্থানীয় একটি খাল থেকে হামলায় ব্যবহৃত রামদাটি উদ্ধার করে থানা-পুলিশ। 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে ইমাম ইয়াকুব আলী মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে।’ 

ওসি বলেন, আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুব আলীকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সড়কপথে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত