Ajker Patrika

উদ্ধার করা ১৭ মোবাইল মালিকদের কাছ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
উদ্ধার করা ১৭ মোবাইল মালিকদের কাছ হস্তান্তর

চুরি ও ছিনতাই হওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধারের পর মালিকের কাছে হস্তান্তর করেছেন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আজ বৃহস্পতিবার বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে মোবাইল ফোন হস্তান্তর করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

হারানো ফোন ফিরে পেয়ে দারুন খুশি মোবাইল ফোনের মালিকের। তাঁদের একজন ফারাবি ইসলাম রাকিব। তিনি সাংবাদিকদের বলেন, ৮ মাস আগে ফোনটি ঢাকায় এয়ারপোর্টের সামনে থেকে ছিনতাই হয়। অবশেষে সেটা হাতে পেলাম। মো. রাসেল নামে নগরের কাশিপুরের এক বাসিন্দাও তাঁর ফোন ফিরে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম বলেন, কারও মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় জিডি করবেন অথবা মৌখিকভাবে আমাদের জানাবেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের শিকার হয়। আমরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাব।

এ সময় উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত