Ajker Patrika

চরফ্যাশনে জাল টাকাসহ গ্রেপ্তার ২ 

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে জাল টাকাসহ গ্রেপ্তার ২ 

ভোলার চরফ্যাশনে জাল টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চরফ্যাশন উপজেলার আলীগাঁও গ্রামের আবুল বাসার তালুকদারের ছেলে হেলাল তালুকদার (৩৫) ও ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে দুলাল (৩০)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোররাতে র‍্যাব-৮ এর অতিরিক্ত এএসপি রাজিব ফোরকান এর নেতৃত্বে আলীগাঁও গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০০ টাকার ২০টি জাল নোট ও ৪০টি ১ হাজার টাকার জাল নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

পরবর্তীতে গতকাল বুধবার সন্ধ্যায় চরফ্যাশন থানায় র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) এনামুল বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন। 

উপসহকারী পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত