Ajker Patrika

ডিজেল পাচারকালে ৫ চোরাকারবারি আটক

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১: ২৪
ডিজেল পাচারকালে ৫ চোরাকারবারি আটক

ভোলায় জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল পাচারকালে পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন মো. রুবেল (৩৫), মো. ইসমাঈল (৪০), মো. নুরউদ্দিন (৩৭), মো. গজনবি (৬০) ও মো. মিরাজ (৩৬)। তাঁদের সবার বাড়ি ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায়। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বি এন শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কার্গো জাহাজ ‘এমভি হাজী রূপসাহেরা-২’ থেকে ডিজেল পাচারকালে চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ লিটার চোরাই ডিজেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।’ 

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর এমভি হাজী রূপসাহেরা-২-এর মাস্টার মো. বাবুল শিকদারের মুচলেকা নিয়ে কার্গো জাহাজটি ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ চোরাকারবারি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত