গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদীতে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শনিবার সকালে। এ সময় ৭টি মোটরসাইকেল ভাঙচুর ও মাহিলাড়া মডার্ন ক্লাব ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় ১৩০ জন বিএনপি নেতা কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলাটি করেছেন যুবলীগ নেতা রাসেল রাঢ়ি। পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকায় এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।
মাহিলাড়া বাজার কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সহিদ সরদার বলেন, ভোর সোয়া ৬টার দিকে বাড়ি থেকে এসে মোটরসাইকেল রেখে আমরা ১৫ থেকে ২০ জন নেতা কর্মী মডার্ন ক্লাবের সামনে রাস্তায় অবস্থান করেছিলাম। হঠাৎ করে ৩০ থেকে ৪০টি গাড়ি এসে আমাদের দলীয় অফিসের সামনে অবস্থান নেয়। আমাদের দেখে ইশরাকের ক্যাডার বাহিনী মডার্ন ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে অফিসে থাকা চেয়ার-টেবিল-টিভি ভাঙচুর করে। এছাড়াও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আবুল হাসানাত আবদুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে।
সহিদ সরদার আরও বলেন, হামলাকারীরা অফিসের সামনে রাখা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। আমাদের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদার ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রারিসহ আরও কয়েকজন আহত করার কারণে মামলাটি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, যুবলীগ নেতা কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ি বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনসহ ১৩০ জন বিএনপি নেতা কর্মীকে আসামি করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, ইশরাক হোসেনের সফরসঙ্গী বরগুনার বিএনপি নেতা মনিরুল ইসলাম, পাথরঘাটা বিএনপির নেতা পলাশ হোসেন, ভোলার বিএনপি নেতা সফিউদ্দিনসহ ৭ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদীতে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শনিবার সকালে। এ সময় ৭টি মোটরসাইকেল ভাঙচুর ও মাহিলাড়া মডার্ন ক্লাব ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় ১৩০ জন বিএনপি নেতা কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলাটি করেছেন যুবলীগ নেতা রাসেল রাঢ়ি। পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকায় এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।
মাহিলাড়া বাজার কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সহিদ সরদার বলেন, ভোর সোয়া ৬টার দিকে বাড়ি থেকে এসে মোটরসাইকেল রেখে আমরা ১৫ থেকে ২০ জন নেতা কর্মী মডার্ন ক্লাবের সামনে রাস্তায় অবস্থান করেছিলাম। হঠাৎ করে ৩০ থেকে ৪০টি গাড়ি এসে আমাদের দলীয় অফিসের সামনে অবস্থান নেয়। আমাদের দেখে ইশরাকের ক্যাডার বাহিনী মডার্ন ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে অফিসে থাকা চেয়ার-টেবিল-টিভি ভাঙচুর করে। এছাড়াও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আবুল হাসানাত আবদুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে।
সহিদ সরদার আরও বলেন, হামলাকারীরা অফিসের সামনে রাখা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। আমাদের নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদার ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রারিসহ আরও কয়েকজন আহত করার কারণে মামলাটি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, যুবলীগ নেতা কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ি বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনসহ ১৩০ জন বিএনপি নেতা কর্মীকে আসামি করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, ইশরাক হোসেনের সফরসঙ্গী বরগুনার বিএনপি নেতা মনিরুল ইসলাম, পাথরঘাটা বিএনপির নেতা পলাশ হোসেন, ভোলার বিএনপি নেতা সফিউদ্দিনসহ ৭ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫