Ajker Patrika

শিবচরে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

প্রতিনিধি
শিবচরে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

মাদারীপুর: শিবচরের কুতুবপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মো. এমদাদুল হক রাসেল বলেন, রাতের সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজন রোগী হাসপাতালে এসেছে। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ ছিল। আহতদের চিকিৎসা চলছে।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজুল হোসেন বলেন, 'এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে আতিকুর রহমান ও মনোয়ার হোসেন দুইজনই চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জেরে দুইপক্ষের সংঘর্ষ বাধে। আতিকুর রহমানের সমর্থক মিরাজ ও মনোয়ার হোসেনের সমর্থক তুষারের সঙ্গে ইউপি নির্বাচন নিয়ে কথাকাটি হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। মাহবুবুর রহমান (৩৮), এসকান (৪০), কাউসার (৩৭), আব্দুর রাজ্জাক মাদবর (৬৫), ওবায়দুল বেপারীসহ সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আটক চারজন হলেন- চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন, শাহাদাত বেপারী, কাদের বেপারী, আলমগীর বেপারী।

চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, 'উভয় পক্ষের কোনো সংঘর্ষ ঘটেনি। ওরা ওদের বাড়ির কাছে আমার কর্মী দুলাল বেপারীর মার্কেটে গুলি চালিয়ে আমার সমর্থকদের আহত করেছে।'

তবে এ ঘটনায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ার হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত