আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের তিন ভাই যাকাত, ছালাম ও জাকির ফকির এলাকায় মাদক বিক্রি করেন। আজ সকালে একই এলাকার জুলফিকার ফকির ওই তিনজনের বড় ভাই এরশাদ ফকিরকে বিষয়টি বললে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। তখন যাকাত, ছালাম ও জাকিরসহ ১০-১২ জনের একটি দল জুলফিকারের ওপর হামলা করেন। তাঁকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন জুলফিকারের মা শাবানা বেগম ও ভাই রফিক ফকির। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত জুলফিকার বাদী হয়ে আজ দুপুরে এরশাদ ফকিরের তিন ভাইসহ তাঁদের পরিবারের ১০ জনের নামে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে এরশাদ ফকির বলেন, ‘আমার ভাইদের মাদক কারবার বন্ধ করতে নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না। আজ সকালে জুলফিকার আমাকে গালমন্দ করেন। একপর্যায়ে আমার ওপর হামলা করেন। আমাকে রক্ষা করতে আমার ভাইয়েরা এগিয়ে আসলে তাদের মাদক কারবারি বলে গালমন্দ করেন জুলফিকার ও তাঁর পরিবারের লোকজন।’
বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, একাধিকবার উপজেলা আইনশৃংখলা সভায় মাদকের বিরুদ্ধে বলা হয়েছে। আজ রোববার সকালের ঘটনাটি আমি শুনেছি। এঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের তিন ভাই যাকাত, ছালাম ও জাকির ফকির এলাকায় মাদক বিক্রি করেন। আজ সকালে একই এলাকার জুলফিকার ফকির ওই তিনজনের বড় ভাই এরশাদ ফকিরকে বিষয়টি বললে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। তখন যাকাত, ছালাম ও জাকিরসহ ১০-১২ জনের একটি দল জুলফিকারের ওপর হামলা করেন। তাঁকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন জুলফিকারের মা শাবানা বেগম ও ভাই রফিক ফকির। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত জুলফিকার বাদী হয়ে আজ দুপুরে এরশাদ ফকিরের তিন ভাইসহ তাঁদের পরিবারের ১০ জনের নামে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে এরশাদ ফকির বলেন, ‘আমার ভাইদের মাদক কারবার বন্ধ করতে নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না। আজ সকালে জুলফিকার আমাকে গালমন্দ করেন। একপর্যায়ে আমার ওপর হামলা করেন। আমাকে রক্ষা করতে আমার ভাইয়েরা এগিয়ে আসলে তাদের মাদক কারবারি বলে গালমন্দ করেন জুলফিকার ও তাঁর পরিবারের লোকজন।’
বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, একাধিকবার উপজেলা আইনশৃংখলা সভায় মাদকের বিরুদ্ধে বলা হয়েছে। আজ রোববার সকালের ঘটনাটি আমি শুনেছি। এঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫