বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর হাসান ইকন (২২) ও ধর্ষণে সহায়তাকারী বন্দর বাজারের চা দোকানি হৃদয় (২৪)। তানভীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক সেনা সদস্য শামসুল হকের ছেলে ও হৃদয় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, তানভীরের প্রতিবেশী ছিল ওই কলেজছাত্রী। কয়েক মাস আগে ওই ছাত্রীর পরিবার নিজ এলাকা ঝালকাঠি জেলায় ফিরে যায়। গত বছরের নভেম্বর মাসে তানভীর অন্য এক মেয়েকে বিয়ে করেন। এরপরও ওই ছাত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। গত ২৭ জুলাই বিকেলে ওই ছাত্রীকে বানারীপাড়ায় ডেকে আনেন তানভীর। বানারীপাড়ার বিভিন্ন স্থানে ঘুরে রাত ১১টার দিকে বন্দর বাজারের চা দোকানি বন্ধু হৃদয়ের কাছে নিয়ে যান।
হৃদয়ের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে রাখেন। পরদিন সকালে ভুক্তভোগী ছাত্রী ঝালকাঠিতে নিজ বাসায় ফিরে যায়। এরপর তানভীর ভিডিও ধারণ করে রাখার বিষয়ে মোবাইল ফোনে নানা ভয়ভীতি দেখায়। সম্প্রতি ভিডিওর ভয় দেখিয়ে তাকে আবারও বানারীপাড়ায় আসার জন্য হুমকি দেয়। এতে সে নিরুপায় হয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা নিয়ে তাৎক্ষণিক ধর্ষণে সহায়তাকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তানভীরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বরিশালের বানারীপাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর হাসান ইকন (২২) ও ধর্ষণে সহায়তাকারী বন্দর বাজারের চা দোকানি হৃদয় (২৪)। তানভীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক সেনা সদস্য শামসুল হকের ছেলে ও হৃদয় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, তানভীরের প্রতিবেশী ছিল ওই কলেজছাত্রী। কয়েক মাস আগে ওই ছাত্রীর পরিবার নিজ এলাকা ঝালকাঠি জেলায় ফিরে যায়। গত বছরের নভেম্বর মাসে তানভীর অন্য এক মেয়েকে বিয়ে করেন। এরপরও ওই ছাত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। গত ২৭ জুলাই বিকেলে ওই ছাত্রীকে বানারীপাড়ায় ডেকে আনেন তানভীর। বানারীপাড়ার বিভিন্ন স্থানে ঘুরে রাত ১১টার দিকে বন্দর বাজারের চা দোকানি বন্ধু হৃদয়ের কাছে নিয়ে যান।
হৃদয়ের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে রাখেন। পরদিন সকালে ভুক্তভোগী ছাত্রী ঝালকাঠিতে নিজ বাসায় ফিরে যায়। এরপর তানভীর ভিডিও ধারণ করে রাখার বিষয়ে মোবাইল ফোনে নানা ভয়ভীতি দেখায়। সম্প্রতি ভিডিওর ভয় দেখিয়ে তাকে আবারও বানারীপাড়ায় আসার জন্য হুমকি দেয়। এতে সে নিরুপায় হয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা নিয়ে তাৎক্ষণিক ধর্ষণে সহায়তাকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তানভীরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৭ ঘণ্টা আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৪ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১৬ দিন আগে