দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদী হয়ে ছেলে হত্যার মামলাটি দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মিন্টু মিরার স্ত্রী মোসা. খাদিজা বেগমের আগের সংসারের ৯ বছরের ছেলে জিহাদ (৯)। গত ২৩ এপ্রিল প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করে দুমকি থানা-পুলিশ। এ ঘটনার চার দিন পরে খাদিজার সাবেক স্বামী আ. খালেক তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধে ও পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ঋজু করেন।
এদিকে একটি জলজ্যান্ত অপমৃত্যুর ঘটনাকে পুঁজি করে শিশুটির মা সাবেক স্ত্রী খাদিজা বেগম ও তার স্বজনদের আসামি করে হত্যা মামলা দায়েরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সাবেক স্বামী আ. খালেক মাদকাসক্ত। তিনি তাঁর সাবেক স্ত্রী খাদিজাসহ স্বজনদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানির উদ্দেশ্যেই এ মামলাটি করেছেন বলে ধারণা স্থানীয়দের।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, ‘ছেলেটা (সাবেক স্বামী) ভালো না। শুনেছি, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁদের তালাক হয়। ছেলেটি জন্মের পর তাঁর বাবাকে দেখেওনি, কোনো দিন খোঁজখবর ও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে। এ অপমৃত্যুর ঘটনায় হত্যা মামলার কোনো যৌক্তিকতা দেখছি না।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল সালাম বলেন, ‘মামলা হয়েছে শুনেছি, তবে এখনো আমাদের কাছে আসেনি।’
পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদী হয়ে ছেলে হত্যার মামলাটি দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মিন্টু মিরার স্ত্রী মোসা. খাদিজা বেগমের আগের সংসারের ৯ বছরের ছেলে জিহাদ (৯)। গত ২৩ এপ্রিল প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করে দুমকি থানা-পুলিশ। এ ঘটনার চার দিন পরে খাদিজার সাবেক স্বামী আ. খালেক তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধে ও পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ঋজু করেন।
এদিকে একটি জলজ্যান্ত অপমৃত্যুর ঘটনাকে পুঁজি করে শিশুটির মা সাবেক স্ত্রী খাদিজা বেগম ও তার স্বজনদের আসামি করে হত্যা মামলা দায়েরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সাবেক স্বামী আ. খালেক মাদকাসক্ত। তিনি তাঁর সাবেক স্ত্রী খাদিজাসহ স্বজনদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানির উদ্দেশ্যেই এ মামলাটি করেছেন বলে ধারণা স্থানীয়দের।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, ‘ছেলেটা (সাবেক স্বামী) ভালো না। শুনেছি, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁদের তালাক হয়। ছেলেটি জন্মের পর তাঁর বাবাকে দেখেওনি, কোনো দিন খোঁজখবর ও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে। এ অপমৃত্যুর ঘটনায় হত্যা মামলার কোনো যৌক্তিকতা দেখছি না।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল সালাম বলেন, ‘মামলা হয়েছে শুনেছি, তবে এখনো আমাদের কাছে আসেনি।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে