ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে ঘুমন্ত স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে। প্রেমিকের সহায়তায় স্বামীর অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শারমিন বেগম (২৭) ও তাঁর প্রেমিক মো. লিটনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ রোববার আসামিদের জবানবন্দি নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এ ঘটনায় গতকাল শনিবার নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৩২)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন অংশের ৩ নম্বর ওয়ার্ডের চর শাওন এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত প্রেমিক সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন এলাকার আবুল কাশেমের ছেলে লিটন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী শারমিন বেগম গত ২৪ জুন (শুক্রবার) রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই সময় গভীর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রী ও তাঁর প্রেমিক লিটন মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরের অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে হত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসি আরও জানান, স্বামী হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ স্বীকার করায় আজ রোববার সকালে স্ত্রী শারমিন বেগম ও প্রেমিক লিটনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভোলার তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে ঘুমন্ত স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে। প্রেমিকের সহায়তায় স্বামীর অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শারমিন বেগম (২৭) ও তাঁর প্রেমিক মো. লিটনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ রোববার আসামিদের জবানবন্দি নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এ ঘটনায় গতকাল শনিবার নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৩২)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন অংশের ৩ নম্বর ওয়ার্ডের চর শাওন এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত প্রেমিক সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন এলাকার আবুল কাশেমের ছেলে লিটন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী শারমিন বেগম গত ২৪ জুন (শুক্রবার) রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই সময় গভীর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রী ও তাঁর প্রেমিক লিটন মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরের অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে হত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসি আরও জানান, স্বামী হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ স্বীকার করায় আজ রোববার সকালে স্ত্রী শারমিন বেগম ও প্রেমিক লিটনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১০ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৭ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে