Ajker Patrika

আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ অর্থসহ ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গতকাল শনিবার বিকেলে ছিনতাইয়ের পর চালককে অজ্ঞান অবস্থায় উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। 

আহত ইজিবাইকচালক উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শামসুল হক সিকদারের ছেলে এরশাদুল হক সিকদার (৩৫)। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেলে উপজেলার বাইপাস সড়কের পাশে ওই ইজিবাইকচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

ইজিবাইকচালকের ভাই রজত সিকদার জানান, ছয় মাস আগে নতুন ইজিবাইক কেনেন এরশাদুল হক। গতকাল বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর উপজেলা সদর থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁকে নিয়ে গৌরনদী মৌরী ক্লিনিকের সামনে নিয়ে যান। পরে ইজিবাইক চালক এরশাদুল হক সিকদারকে অচেতন করে একটি প্রাইভেটকারে নিয়ে উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে রেখে যান ছিনতাইকারীরা। পরে ইজিবাইকচালকের কাছ থেকে একটি ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। 

এদিকে একের পর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিনচালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যানচালকদের মধ্যে ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বক্তিয়ার আল মামুন জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত