Ajker Patrika

টিসিবির পণ্য মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

তালতলি (বরগুনা) প্রতিনিধি
টিসিবির পণ্য মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

বরগুনার তালতলীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারের কাছ থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করায় ইউসুফ মুন্সী নামের ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মজুত করা মালামাল জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার ছোটবগী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সাদিক তানভীর। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছোটবগী বাজারের সজিব নামের টিসিবির ডিলারের কাছ থেকে পণ্য কিনে মজুত করেন ইউসুফ মুন্সী নামের এক ব্যবসায়ী। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে বিকেলের দিকে ইউএনও এসএম সাদিক তানভীর পুলিশ নিয়ে ওই দোকানে অভিযান চালান। অভিযানকালে ওই দোকান থেকে টিসিবির ফ্যামিলি কার্ডের ১১৬ লিটার ভোজ্যতেল, ১ হাজার ৩০০ কেজি মসুরের ডাল ও ৪০০ কেজি চিনি জব্দ করা হয়। এ সময় ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী ইউসুফ মুন্সীকে এক মাসের কারাদণ্ড দেন। এ সময় জব্দ করা পণ্য ছোটবগী ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে পণ্যগুলো নির্ধারিত দামে বিক্রি করা হবে বলে জানান ইউএনও।

ইউএনও এসএম সাদিক তানভীর বলেন, টিসিবির পণ্য বিক্রি করার জন্য মজুত রেখেছিলেন এক ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মালামাল ছোটবগী ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে উপকারভোগীদের মাঝে বিক্রির জন্য। যে ডিলার এই পণ্য বিক্রি করেছেন তাঁর ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত